ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিজয়নগরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বিজয়নগরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ছবি : ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বিজয়নগরে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধসমর্থকরা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধ সমর্থনে বিজয়নগর মোড়ে হঠাৎ করে ১৫/২০ জনের একটি দল মিছিল বের করে। এ সময় তারা রাস্তায় চলাচলকারী ৭/৮টি গাড়িতে ভাঙচুর চালায় ও ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়।
 
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বাংলানিউজকে বলেন, এ ধরনের খবর এখনো আমরা পাইনি।
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।