ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদা অনেকটাই সুস্থ, মনোবলও দৃঢ়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
‘খালেদা অনেকটাই সুস্থ, মনোবলও দৃঢ়’ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশান রাজনৈতিক কার্যালয়ে আট দিন ধরে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ বলে জানালেন তার সঙ্গে দেখা করতে আসা সাবেক ক্যাবিনেট সচিব এস এম আব্দুল হালিম। শনিবার সন্ধ্যায় তার নেতৃত্বে সাবেক আমলাদের একটি দল প্রবেশ করে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে।



সন্ধ্যা সাতটা ২০ মিনিটে গুলশান কার্যালয়ে প্রবেশ করে রাত আটটায় কার্যালয় থেকে বের হন আমলাদের দলটি। এ সময় এস এম আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, ‘ওনার (খালেদা) অসুস্থতার খবর জেনে দেখা করতে এসেছি । ওনার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো। মনোবলও দৃঢ় রয়েছে। ’

রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি। তবে কাজ চালিয়ে যেতে সবাইকে অনুরোধ করেছেন তিনি। ’

এস এম আব্দুল হালিম আরও বলেন, ‘আমরা যেহেতু সাবেক সরকারি কর্মকর্তা, আমরা চাই আলোচনার মাধ্যমে শান্তি ফিরে আসুক। ’

আমলাদের ওই দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, সাবেক ক্যাবিনেট সচিব এস এম আলিমুজ্জামান, সাবেক সচিব আব্দুর রশিদ সরকার, বিজন সরকার, ফজলুল করিম, আব্দুল বারী, আব্দুস সবুর ও মনিরুল ইসলাম।

উল্লেখ্য, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে গত আটদিন ধরে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার দাবি তাকে সরকারি আইনশৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ করে রেখেছে তবে সরকারের দাবি বাড়তি নিরাপত্তা প্রদানের জন্যই কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

** খালেদার কার্যালয়ে সাবেক আমলারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।