ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ওসমান ফারুকের বাড়ির সামনে সাবিহউদ্দিনের গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ওসমান ফারুকের বাড়ির সামনে সাবিহউদ্দিনের গাড়িতে আগুন ছবি: ফাইল ফটো

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুকের বাড়ির সামনে আগুন দেয়া হয়েছে তার আরেক  উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদের ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো খ- ১১-৯৪৮৯)।

শনিবার রাত ৮ টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় গুলশান ৮৬ নম্বর রোড সংলগ্ন ৯০ নম্বর রোডের ৭/এ নম্বর বাসার সামনে পার্ক করে রাখা অবস্থায় ওই গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ওই বাড়িটি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুকের বলে জানা গেছে। শনিবার চলছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ডাকা অবরোধের ষষ্ঠ দিন।

উল্লেখ্য, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে এবং খালেদা জিয়াকে তার রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ৫ জানুয়ারি থেকেই দেশব্যাপী লাগাতার ও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
 
** নতুন বাজারে বাসে আগুন
** যাত্রাবাড়ী-মালিবাগ-খিলগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন
** কাকরাইলে কাভার্ড ভ্যানে আগুন
** পীরজঙ্গি মাজারে অর্ধ ডজন ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।