ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘পদের ভয় দেখিয়েও নেতাদের নামাতে পারেননি খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
‘পদের ভয় দেখিয়েও নেতাদের নামাতে পারেননি খালেদা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পদের ভয় দেখিয়েও নেতাদের মাঠে নামাতে পারেননি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি।

তিনি বলেন, খালেদার জনসভায় লোক আসে না।

হরতাল ডাকলে হরতাল হয় না। অবরোধ হয় না। পদ চলে যাবে বলে তিনি দলের নেতাদের ভয় দেখিয়েছেন। এরপরেও নেতারা আসেনি। ভয় দেখালেও তিনি নিজের দলের নেতাদেরই নামাতে পারেননি।

শনিবার রাত সোয়া ৮টায় ময়মনসিংহ শহরের সার্কিট হাউজে দেশের মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন ও অন্যান্য সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।

এ সময় ধর্মমন্ত্রী প্রিন্সিপ্যাল মতিউর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহেদুল খবির চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর ঢাকার পরিচালক অধ্যাপক ড.এস.এম. ওয়াহিদুজ্জামান, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ মিয়া, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. ছায়েফ উল্যা, বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষের কল্যাণের জন্য। কিন্তু কিছু লোক ইসলামের লেবাস ধরে উগ্রপন্থী আচরণ করে।

পাবলিক অবরোধ মানছে না মন্তব্য করে মন্ত্রী বলেন, দেশের সব জায়গায় গাড়িঘোড়া চলছে। ইজতেমার দিনেও তারা অবরোধ দিয়েছে। গত বছর ২ মাস পেট্রোল বোমা দিয়ে ওরা মানুষ পুড়িয়ে মেরেছে। তার মধ্যেও গত বছর পহেলা জানুয়ারি আমরা বই দিয়েছি।

খালেদার জিয়ার প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, সামনে এইচ.এস.সি. ও দাখিল পরীক্ষা। আপনি এ সন্তানদের ভবিষ্যত নষ্ট করবেন না। অশান্তি সৃষ্টি করবেন না।

মতবিনিময় সভায় বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী বলেন, অবরোধ অনৈসলামিক কাজ। অবরোধে মানুষের কষ্ট হয়।

প্রসঙ্গত, ৪৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা রোববার (১১ জানুয়ারি) ময়মনসিংহে শুরু হচ্ছে। এ অনুষ্ঠানে যোগ দিতেই শনিবার রাতে ময়মনসিংহে আসেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।