ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে আ’লীগ নেতার হাত ভেঙে দিলো দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
শিবগঞ্জে আ’লীগ নেতার হাত ভেঙে দিলো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলিমুদ্দিন কালু (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতার ডান হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।  
 
শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কানসাট এলাকায় এ ঘটনা ঘটে।


 
কলিমুদ্দিন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।  
 
স্থানীয়রা জানায়, রাতে কানসাটে অবস্থিত তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন কলিমুদ্দিন। পথে কানসাট-শ্যামপুর ব্রিজের কাছে দুর্বৃত্তরা তাকে বেধরক পিটিয়ে তার ডান হাত ভেঙে দেয়।
 
কলিমুদ্দিনের ছেলে রুবেল আলী বাংলানিউজকে জানান, স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  
 
এদিকে, শিবগঞ্জের কালোপুর ব্রিজের কাছে ডালিম (২২) নামে আওয়ামী লীগের এক সমর্থককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।  
 
আহত ডালিম শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জরুরি বিভাগ নিশ্চিত করেছে।  
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, পৃথক দু’টি ঘটনা ইতোমধ্যে পুলিশ জেনেছে। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।