ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তারেককে দেশে এনে বিচার করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
তারেককে দেশে এনে বিচার করতে হবে ছবি: রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

শনিবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের ফেরারি আসামি। তাই তাকে ফেরত দেওয়ার জন্য ব্রিটিশ সরকারে প্রতি দাবি জানাই। কোন ব্রিটিশ ফেরারি আসামি বাংলাদেশে বসে যদি তার দেশের বিরুদ্ধে কথা বলতো তবে তারা তাকে ফেরত নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতো। আশা করি ব্রিটিশ সরকার তারেককে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ব্রিটিশদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, লন্ডনে বসে যারা আমাদের জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত তথ্য দিচ্ছে তাদের দেশে এনে বিচার করতে সে দেশের সরকাররের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, বিএনপি আজ রাজনীতিতে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙ্গিয়ে মিথ্যা বিবৃতি প্রচার করছে। এমনকি ভারতের ক্ষমতায় থাকা দল প্রধান অমিত শাহ’র নাম জড়িয়ে ভুয়া ফোনালাপ প্রসঙ্গ নিয়েও অবতারণা করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এসব হচ্ছে তাদের দীর্ঘ দিনের অগণতান্ত্রিক রাজনীতির দেউলিয়াপনার ফসল।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, কলামিস্ট সুভাষ সিংহ রায়, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, সাবেক যুবলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, সংগঠনের সহসভাপতি সাংবাদিক আশরাফ আলী, সাধারণ সম্পাদক হামিদুল আলম সখা, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।