ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাবনায় গুলি-ককটেলসহ শিবিরকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
পাবনায় গুলি-ককটেলসহ শিবিরকর্মী আটক

পাবনা: পাবনা শহরের আটুয়া খাঁ পাড়া থেকে দলীয় প্রচারপত্র, গুলি, ককটেলসহ নুর হোসেন লিয়ন (২১) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

আটক লিয়ন পাবনা পৌর এলাকার আটুয়া খাঁ পাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে ও শিবিরের সক্রিয় সদস্য।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আটুয়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পিস্তলের ৬ রাউন্ড গুলি, ২টি তাজা ককটেল, ১টি চাপাতি ও জামায়াত শিবিরের দলীয় প্রচারপত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নাশকতার জন্য লিয়ন এগুলো সংগ্রহ করেছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিয়নের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।