ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় ১০ পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সাতক্ষীরায় ১০ পেট্রোল বোমা উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সাতক্ষীরা: সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সপ্তম দিন শনিবার (১০ জানুয়ারি) গভীররাতে বোমাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানান, রাতে পলিটেকনিক মোড়ে নিয়মিত টহলে যায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় সেখানে অবস্থানরত অবরোধকারীরা পেট্রোল বোমাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।