ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোমবার মুন্সীগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সোমবার মুন্সীগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সোমবার (১২ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপিসহ ২০ দলীয় জোট।

রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।



পরে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে হরতালের সমর্থনে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জোটের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা, নেতাকর্মীদের নামে মামলা দিয়ে গ্রেফতার ও মুন্সীগঞ্জে ২০ দলীয় জোটকে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না পুলিশ। এর প্রতিবাদে সোমবার মুন্সীগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।