ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
টাঙ্গাইলে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

টাঙ্গাইল: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ ও বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে টাঙ্গাইলে সোমবার (১২ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল।

রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ হরতালের ঘোষণা দেন।



এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সহ-সভাপতি আনোয়ার শাদত তানাকা, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক শামিমুর রহমান, শহর ছাত্রদলের আহ্বায়ক মারুফ সরোয়ার। জেলা ও উপজেলার সব নেতাকর্মীদের এসময় মাঠে থাকার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।