ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার আচরণ অস্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
খালেদার আচরণ অস্বাভাবিক

কুষ্টিয়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আচরণ অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজ প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।



চলতি বছরের ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, ৫ তারিখের আগে থেকে উনি (খালেদা জিয়া) নাশকতার আশ্রয় নিয়েছেন ও সহিংস ঘটনার আলামত প্রদর্শন করেছেন। আর সে কারণেই জানমালের ক্ষতি থেকে বাঁচতে উনাকে নিবৃত করা হয়েছে।

ইনু বলেন, খালেদা জিয়ার আচরণ অস্বাভাবিক ও রহস্যজনক। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে, তা ঠেকাতে পারেননি, বর্তমানে কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়ার পথে। যাতে বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার আসে ও ফাঁসি কার্যকর না হয় সেজন্য তিনি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার উদ্যোগ নিয়েছেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, উনি (খালেদা জিয়া) জেএসসি পরীক্ষার ধার ধারলেন না, উনি মুসল্লি-ইজতেমার ধার ধারলেন না, এতো অমানবিক আচরণ কেন? এতো গোয়ার্তুমি কেন? উনি কি এই তিনদিনে সরকারের পতন চেয়েছিলেন? উনি অস্বাভাবিক আচরণ শুরু করেছেন।

এই অস্বাভাবিক আচরণের পেছনে রহস্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাশকতার ঠেকাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, পুলিশ আরো কঠোর হবে। পৃথিবীতে যে পদ্ধতিতে নাশকতা দমন করা হয়, সেই পদ্ধতিতে দমন করা হবে। সেখানে মুখ দেখে, দল দেখে তোয়াক্কা করা হবে না।

খালেদা জিয়া যতোবারেরই প্রধানমন্ত্রী হন না কেন, নাশকতা-অন্তর্ঘাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।