ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জামায়াত-বিএনপির ২৩ নেত‍াকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রাজশাহীতে জামায়াত-বিএনপির ২৩ নেত‍াকর্মী আটক ছবি : প্রতীকী

রাজশাহী: বিএনপির লাগাতার অবরোধে নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী থেকে বিএনপি ও জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার এ অভিযানে মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।

 

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর জানান, নয় উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে জেলার গোদাগাড়ী উপজেলার বাসেদেবপুর ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর রশিদসহ ৯ জন জামায়াত কর্মী ও ৬ জন বিএনপি কর্মী রয়েছেন।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বলেন, মহানগরীর চার উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ নেতকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপির ৫ ও জামায়াতের ৩ কর্মী রয়েছেন বলে জানান তিনি।

বর্তমানে সংশ্লিষ্ট থানায় রাখা হলেও দুপুরের মধ্যেই বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।