ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের হরতালে বিআইএ’র উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ছাত্রদলের হরতালে বিআইএ’র উদ্বেগ

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকা সোমবারের (১২ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। হরতালে দেশের ব্যবসা, যান, মাল ও সম্পত্তির ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কায় এ উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।


 
রোববার (১১ জানুয়ারি) বিআইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালে বিমা খাতসহ দেশের অর্থনীতির সঙ্গে সম্পর্কিত অধিকাংশ খাতেই আশানুরূপ প্রবৃদ্ধি হয়েছে। আমদানি ও রফতানি বেড়েছে। ব্যবসায়ীরা  ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
 
এছাড়া এমপি সাবের হোসেন চৌধুরী ও স্পীকার ড. শিরিন শারমিন আন্তর্জাতিক সম্মামনা অর্জন করেছেন। এর মাধ্যমে বিশ্বের কাছে দেশের গণতন্ত্র আরও সুস্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত এবং জনগন স্বস্তিতে আছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল ও অবরোধের কারণে দেশে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। হরতাল ও অবরোধ হলে দেশে আঞ্চলিক ও আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
 
এছাড়া কারণে অকারণে হরতাল ও অবরোধ দেশী বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপকভাবে নিরুৎসাহিত করেছে। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার প্রতিটি স্তরেই ভর্তি পরীক্ষাসহ নানা ধরনের অতীব গুরুত্বপূর্ণ বিষয়ও ক্ষতিগ্রস্ত হয়।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে। দেশের শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া দেশের প্রতিটি রাজনৈতিক দলেরই কর্তব্য। হরতাল ও অবরোধের কারণে নিরীহ জনগনের এই ভোগান্তি কাম্য নয়। তাই দেশে চলমান সংকট উত্তরণে প্রতিটি রাজনৈতিক দলের উচিত যুক্তি ও নিয়মের মধ্যে থেকে হরতাল ও অবরোধকে পরিত্যাগ করে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া।
 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।