ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সারিয়াকান্দিতে বিএনপি নেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সারিয়াকান্দিতে বিএনপি নেতা আটক

সারিয়াকান্দি(বগুড়া): অবরোধে নাশকতার আশঙ্কায় বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল কালাম আজাদকে(৪২) আটক করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে কড়িতলা বাজার সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।



আবুল কালাম আজাদ চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত ভূলু আকন্দের ছেলে ও চন্দনবাইশা ইউনিয়নের ৫নং ওর্য়াডের ইউপি সদস্য।

সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (ওসি) ওয়াহেদুজ্জামান বাংলানিউজকে জানান, হরতাল অবরোধে নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।