ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রংপুরে বিএনপি-শিবিরের ২৫ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রংপুরে বিএনপি-শিবিরের ২৫ কর্মী আটক ছবি : প্রতীকী

রংপুর: রংপুরে বিএনপি ও শিবিরের ২৫ কর্মীকে আটক করেছে পুলিশ । শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।



রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, নগরীর দর্শনার শুটকীর মোড় এলাকায় পিকেটিং করার সময় শিবির কর্মী নাসিম (২১),  বিএনপি কর্মি মো: সুমন (২১), মো: ফরহাদ (২৫), মো: রুবেল (২২), মো: নুরুন্নবী (২৫),  মো: আব্দুল মালেক (২০), মো: মিলন সরকার (২৩), মোঃ সোহেল রানাকে (২৫) গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলায় আরো ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দাবি করেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবার নামে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।