সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম বশির, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, জামায়াত নেতা আব্দুস সবুর, এরশাদুল ইসলাম, জাহিদুল ইসলাম ও বিএনপি নেতা রফিকুল ইসলাম।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) উল্লাপাড়ার শ্রীকোলা বাসস্ট্যান্ডের কাছে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজেস কুমার বাদী হয়ে ১৫০ জন বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠিক সম্পাদক হেলাল সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি গোলাম সোলায়ামানসহ ১৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫