ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সূত্রাপুরে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সূত্রাপুরে ককটেল বিস্ফোরণ ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজারে ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কয়েকজন যুবক সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজারে ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এতে কেউ হতাহত হয়নি।

সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) দুর্গাপ্রসাদ রায় বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

** শেওড়াপাড়ায় যাত্রীবাহী বাসে আগুন
** বংশালে মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।