ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেবিদ্বারে ছাত্রদল-ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
দেবিদ্বারে ছাত্রদল-ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে ছাত্রদল-ছাত্রলীগ-পুলিশের সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।

 

রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সদরের নিউ মার্কেট ও ছোট আলমপুর এলাকা জুড়ে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় ইব্রাহিম খলিল নামে একজনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষ চলাকালে দেবিদ্বার পৌর এলাকার ভূষনা গ্রামের যুবলীগ কর্মী মালু মিয়াকে (২৮) ছাত্রদল কর্মীরা কুপিয়ে আহত করেন।

এদিকে সংঘর্ষের ছবি ও সংবাদ সংগ্রহকালে আক্তার হোসেন ও ফখরুল ইসলাম নামে দুই সংবাদকর্মী ইটের আঘাতে আহত হন। আহত অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ছাত্রদলের কর্মী-সমর্থকরা একটি মিছিল বের করেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ৬০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

সংঘর্ষের খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ছোট আলমপুর চৌরাস্তার মোড়ে অবস্থানরত ছাত্রদল কর্মীদের ধাওয়া করে। ছাত্রদল কর্মীরা পিছু হটলেও রাস্তার দু’পাশে থাকা বাসা-বাড়ি, দোকান-পাট ও ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের গেইট কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে ছাত্রলীগ নেতাকর্মীরা।  

এদিকে ছাত্রদল নেতাকর্মীরা দেবিদ্বার এস এ সরকারি কলেজ হোস্টেল ও কলেজ রোডের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, অবরোধ সমর্থকরা কলেজ রোডে বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে হুমকির মুখে বন্ধ করার চেষ্টা চালান। এ সময় ফুটপাতে থাকা ব্যবসায়ীদের টেবিল নিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা চালালে পুলিশ তাদের ধাওয়া করে প্রতিরোধ করে।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।