ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের ভেতরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দুই যুবক মোটরসাইকেল যোগে এসে পরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে দাঁড়িয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে গেটে কর্তব্যরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাড়াহুড়ো করে গেটের বাহিরে গিয়েও তাদের আটক করতে পারেন নি।
দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
উল্লেখ্য, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪