ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেলকুচিতে ছাত্রদল ও যুবদলের ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বেলকুচিতে ছাত্রদল ও যুবদলের ২ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) রাত ৭টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকন্দগাতী ও সুবর্নাসারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন-বেলকুচি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বেলকুচি পৌর এলাকার মুকন্দগাতী মহল্লার ফকির চাঁনের ছেলে খলিলুর রহমান এবং বেলকুচি পৌর যুবদলের যুগ্ম সম্পাদক ও সুবর্নাসারা মহল্লার তারা সরকারের ছেলে আবু তালেব।

গ্রেফতারের ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-কায়েস নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।