ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় মহিলাদলের মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বগুড়ায় মহিলাদলের মিছিলে পুলিশের বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: স্থানীয় ২০ দলের ডাকা লাগাতার ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রোববার বিকেলে (১১ জানুয়ারি) জেলা মহিলা দলের মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

স্থানীয়রা জানান, রোববার বিকেল ৪টার দিকে শহরের নবাববাড়ীস্থ দলীয় কার্যালয় থেকে বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমানের নেতৃত্বে একটি মিছিল নবাববাড়ী সড়ক হয়ে সার্কিট হাউসের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়।



বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) মঞ্জুরুল হক ভূঞা বাংলানিউজকে জানান, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মিছিলটিকে শহর প্রদক্ষিণের অনুমতি দেয়নি পুলিশ।

মিছিলে বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিউটি বেগম, সদর থানা সভাপতি নাজমা আক্তার, শায়লা আক্তার মুক্তা, পারভিন তালুকদার, কাউন্সিলর মমতাজ বেগম, এ্যাডভোকেট সোহেলী মাহমুদ, হোসনে আরা, চাঁদ সুলতানা, মাহফুজা আক্তার লাকী, হাজেরা বেগম, কাউন্সিলর মোকছেদা বেগম, মনোয়ারা বেগম, আনোয়ারা, পারুল বেগম, পুতুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লাভলী রহমান বলেন, বিএনপি’র জনপ্রিয়তায় ভয় পেয়ে এবং হিংসাপরায়ন ও ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ সারাদেশে মামলা-হামলা করে বিএনপি’র নেতাকর্মীদের হয়রানি করছে।  
 
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।