ঢাকা: খ্যাতিমান চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক পার্টি ।
রোববার (১১ জানুয়ারি) রাতে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন ও ভারপ্রাপ্ত মহাসচিব আবু তাহের চৌধুরী এক যুক্ত বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, চাষী নজরুল ইসলাম ছিলেন একজন সচেতন ও সত্যিকার দেশপ্রেমিক নাগরিক । তিনি সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪