নড়াইল: নড়াইলে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীদের নামে মামলা ও পৌর মেয়র জুলফিকার আলী মণ্ডলকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
রোববার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে হরতালের এ তথ্য সাংবাদিকদের জানানো হয়।
১০ জানুয়ারি রাতে নড়াইলে বাসে আগুন দেওয়ার ঘটনায় নড়াইল বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর মেয়র, সদর উপজেলা চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে রোববার মামলা করে পুলিশ।
আসামিদের মধ্যে পৌর মেয়র জুলফিকার আলী মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫