ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় ২ বিএনপি কর্মী আটক

ধামরাই থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় ২ বিএনপি কর্মী আটক

ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় দুই বিএনপি কর্মীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।   

রোববার (১১ জানুয়ারি) দিনভর অভিযানে ধামরাইয়ের জয়পুরা ও বাথুলি এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।



আটককৃতরা হলেন জসিম উদ্দিন ও দাউদ আলী।

এর আগে, শনিবার (১১ জানুয়ারি) রাতে নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ময়মনসিংহ জ-০৪-০০৯৮) আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনার পর পরই শনিবার গভীর রাতে পুলিশ কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খানের ধামরাইয়ের বালিয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের কালামপুর গ্রামের বাড়িসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বাড়ি বাড়ি তল্লাশী অভিযান চালায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।