ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে হরতালে বিক্ষিপ্ত পিকেটিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
না.গঞ্জে হরতালে বিক্ষিপ্ত পিকেটিং ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: অবরোধ ও হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে কয়েকটি স্থানে বিক্ষিপ্ত পিকেটিং ও মিছিল বের হয়েছে। তবে হরতাল আহবান করা শীর্ষ নেতাদের দেখা মেলেনি।



জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান যৌথ বিবৃতিতে সোমবার নারায়ণগঞ্জে হরতাল ডাকলেও তাদের কাউকেই এদিন মাঠে দেখা যায়নি।

সকাল পৌনে ৮টায় সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে হরতালের পক্ষে মিছিল বের করে। ওই সময়ে তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ ধাওয়া করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দুইজন যুগ্ম আহবায়ক রাশিদুর রহমান রশো ও শাহেদ আহমেদসহ ছাত্রদল নেতা পাপন, আপনের নেতৃত্বে শহরের গলাচিপা এলাকায় মিছিল বের হয়। মিছিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ করার চেষ্টা করলে পুলিশ এসে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকাল ৮টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে জেলা কৃষক দলের সেক্রেটারি উজ্জল হোসেনের নেতৃত্বে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল হয়।

একই সময়ে একই স্থানে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনির নেতৃত্বে মিছিল হয়।

একই সময়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের সমর্থকেরা ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের ইসদাইর অক্টো অফিসের সামনে মিছিল বের করে সড়কে আগুন দেয়।

সকাল ৭টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকাতে বিক্ষোভ করে।

বাংলাদেশ সময় : ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।