ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘অফিসে থাকা ওনার পুরনো অভ্যাস’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
‘অফিসে থাকা ওনার পুরনো অভ্যাস’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: ঘর রেখে খালেদা জিয়া অফিসে কেন- এটা কেউ জানে না। এটা তার পুরনো অভ্যাস।

আগেও তিনি এটা করেছেন।   উনি বলেন, অবরুদ্ধ। তাকে কে অবরুদ্ধ করে রেখেছে? উনি ব‍াড়িতে চলে যাক না, কে ওনাকে বাধা দিয়েছে। উনি তো নিজেই ওখান থেকে যাচ্ছেন না।

সোমবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে আয়োজিত জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এখন তিনি ঘর ছেড়ে অফিসে। এর মধ্যে গদি পছন্দ হয়নি বলেও দুবার পরিববর্তনও করেছেন। ওনাদের সমর্থিত একটি পত্রিকায় আমি পড়েছি। উনি বড়িতে যাবেন কেন, মাগনা মাগনা খাবার পাচ্ছেন ওখানেই তো থাকবেন।

হাওয়া ভবন প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, হাওয়া ভবন শুধু দুর্নীতির আখড়া নয়, মানুষকে ধরে নিয়ে এসে হত্যা, নির্যাতন, গুম সবই চলেছে সেখানে। হাওয়া ভবনের ‍আতংকে মানুষের ব্যবসা-বাণিজ্য পর্যন্ত বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলো।

তিনি বলেন, যেমন মা তেমন বেটা। দু’জনই জঙ্গি কার্যক্রম চালাচ্ছেন। নির্বাচন করেন নি এটা বিএনপি নেত্রীর রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলার মানুষকে কেন তার ফল ভোগ করতে হবে। মানুষের নিরাপত্তার জন্য যা যা করার দরকার সবই করবো।

প্রধানমন্ত্রী বলেন, হজের পর মুসলিম ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা। সেই ইজতেমার সময়ও তিনি আন্দোলন করছেন। তাদের ইসলামের প্রতি এত দরদ তবু অবরোধ চালিয়েছেন। আমি তাদের ধন্যবাদ জানাই যাদের সহযোগিতায় ‍অবরোধ ইজতেমায় কোনো বাধা সৃষ্টি করতে পারে নি।

মানুষ শান্তি চায়, উন্নতি চায় উল্লেখ করে তিনি আরও হঁশিয়ারি জানান, জনগণ খেপলে পরিণতি খারাপ হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।