ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কর্মীশূন্য বিএনপি কার্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
কর্মীশূন্য বিএনপি কার্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবরোধের প্রভাব নেই নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে। সোমবার দেশব্যাপী অবরোধ অব্যাহত থাকার পাশাপাশি ঢাকার আশপাশের জেলাগুলোতে ছাত্রদলের হরতাল থাকলেও দলের কোন নেতাকর্মীই বেলা পৌনে ১২টা পর্যন্ত  কেন্দ্রীয় কার্যালয়ের পথ মাড়ায়নি।



কাকরাইল মোড় থেকে শুরু করে কার্যালয়ের ফটক পর্যন্ত ৩০ থেকে ৩৫ জন পুলিশের নিরাপত্তা বলয় দেখা গেছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন সাদা পোশাকের গোয়েন্দারা।

তালাবদ্ধ কার্যালয়ের সামনে দেখা গেছে একটি জলকামান, একটি প্রিজন ভ্যান ও পুলিশের কয়েকটি গাড়ি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে।

বিএনপি কার্যালয় এলাকায় একসঙ্গে তিন-চারজন মানুষের জটলা দেখলেই তাদের সরিয়ে দেয়া হচ্ছে। তবে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।