ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজধানীর নর্দায় যাত্রীবাহী বাসে আগুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রাজধানীর নর্দায় যাত্রীবাহী বাসে আগুন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর নর্দা বাসস্ট্যান্ডে তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



সোমবার (১২ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যাত্রাবাড়ী থেকে টঙ্গী যাচ্ছিলো। পথে বাসটি নর্দা বাসস্ট্যান্ডে যাত্রী নামনোর জন্য থামলে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ আহত হয়নি।

খবর পেয়ে সাড়ে ১১টার দিকে বারিধারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাটারা থানার ভ‍ারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার আলম বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়ে চলে যায়। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা আগুন দিয়েছে তার খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।