ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার সুনামগঞ্জে ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মঙ্গলবার সুনামগঞ্জে ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং নেতাকর্মীদের ওপর মামলা ও হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের বিলপাড় জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে হরতালের ঘোসণা দেন জেলা ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।



এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন অহমদ মিলন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা ২০ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা আ ত ম মিসবাহ, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।