ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে হরতাল চলছে, আটক ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ফেনীতে হরতাল চলছে, আটক ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ফেনীতে ২০ দলের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

এদিকে, হরতালে নাশকতার আশঙ্কায় রোববার রাতে থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি জামায়াতের ১৫ কর্মীকে আটক করে পুলিশ।



ফেনী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ বাংলানিউজকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার ভোর থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলতে শুরু করে।

ফেনী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে শহরের অভ্যন্তরে সিএনজি চালিত অটোরিকশা, টমটম চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে কিছু যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান চলতে দেখা গেছে। শহরের ট্রাংক রোড়, এসএসকে রোড়, মহিপালসহ বিভিন্ন গুরুত্তপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

এছাড়া রাতে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।