ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে অটোরিকশায় আগুন, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
চাঁদপুরে অটোরিকশায় আগুন, আটক ১

চাঁদপুর: ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা অর্নিদিষ্টকালের অবরোধ চলাকালে চাঁদপুর শহরে সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাজু বকাউল (২৭) নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, সকাল ১১টার দিকে বিএনপি নেতাকর্মীর একটি মিছিল রেব করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় একটি অটোরিকশা থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনেক আটক করা হয়েছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।