ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে পিকেটার শূন্য হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
টাঙ্গাইলে পিকেটার শূন্য হরতাল ছবি: প্রতীকী

টাঙ্গাইল: জেলা ছাত্রদলের ডাকা সোমবারের (১২ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালে টাঙ্গাইলের কোথাও কাউকে পিকেটিং করতে দেখা যাযনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সোমবার (১২ জানুয়ারি) টাঙ্গাইল ও ঢাকাসহ আশপাশের ১৪ জেলায় ছাত্রদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।



হরতাল চলাকালে শহরের কোথাও কোনো পিকেটিং হয়নি। তবে সকাল সাড়ে ১০টার দিকে কোর্ট চত্বরে বিএনপিপন্থি আইনজীবীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন।
 
শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূপাল্লার কোনো বাস শহর ছেড়ে যায়নি।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।