ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেরপুরে বিএনপি নেতাসহ আটক ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
শেরপুরে বিএনপি নেতাসহ আটক ৩ ছবি: প্রতীকী

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বেলা ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের রোস্তম আলীর ছেলে শহরের ধুনটমোড় বিএনপির বন্দর কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন (২৮), ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের মৃত রহিমুল্লাহর ছেলে মোখলেছুর রহমান (৪০) ও কুসুম্বী ইউনিয়নের বাগড়া বস্তির মৃত তোসাদ্দেক হোসেনের ছেলে মৃত রাশেদুজ্জামান শাকিল (২৬)।

শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।