ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগের সমাবেশস্থলের কাছে ৪ ককটেল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
আ.লীগের সমাবেশস্থলের কাছে ৪ ককটেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশস্থলের কাছের সড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া, আরও একটি ককটেল নিক্ষেপ করলেও সেটি অবিস্ফোরিত থেকে গেছে।



সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের কাছে দোয়েল চত্বর থেকে টিএসসিমুখী সড়কে খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, কে বা কারা আতঙ্ক ছাড়ানোর উদ্দেশে এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থানে রয়েছে।

অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করতে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

মহান স্বাধীনতাযুদ্ধের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

** কয়েক শ’ গাড়িবহর নিয়ে সমাবেশে যোগ দিলো আশুলিয়া থানা যুবলীগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।