ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা যুবদল।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সভাপতি ওবাইয়েদ পাঠান স্বাক্ষরিত এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হায়দারীর কানসাট বাজারের বাসভবনে আওয়ামী লীগ সমর্থকদের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার পুরো জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।



বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।