ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কয়েক শ’ গাড়িবহর নিয়ে সমাবেশে আশুলিয়া থানা যুবলীগ

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
কয়েক শ’ গাড়িবহর নিয়ে সমাবেশে আশুলিয়া থানা যুবলীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশে যাওয়ার উদ্দেশে কয়েক হাজার নেতাকর্মী ও কয়েক শ’ গাড়ি নিয়ে রওয়ানা হয়েছে সাভারের আশুলিয়া থানা যুবলীগের নেতাকর্মীরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং মাঠ থেকে থানা যুবলীগের নেতা কবির হোসেন সরকারের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে ঢাকায় মহাসমাবেশে যোগ দেন।



যুবলীগ নেতাকর্মীরা এ সময় আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।

জনসভায় যাওয়ার জন্য প্রত্যেক নেতাকর্মীকে দুপুরের খাবার হিসেবে দেওয়া হয় একটি করে তেহারীর প্যাকেট ও একটি পানির বোতল।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।