ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মানিকগঞ্জে গাড়িতে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানোরা এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি গাড়িতে (লেগুনা ব্র্যান্ডের) অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।

হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।



মানিকগঞ্জ সদর থানার উপ-পরির্দশক (এসআই) দীপংকর রায় বাংলানিউজকে জানান, দুপুরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির মালিকানাধীন গাড়িটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বাসস্ট্যান্ডে ফেরার সময় বিকল হয়ে পড়ে। এ সময় একদল দুর্বত্ত ওই লেগুনায় আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।