ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রলীগের একাংশের হরতাল, মিছিল-ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
লক্ষ্মীপুরে ছাত্রলীগের একাংশের হরতাল, মিছিল-ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল আলমের ডাকে ছাত্রলীগের একাংশের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে হরতালের সমর্থনে আশরাফুল আলমের সমর্থকরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে।

মিছিলটি শহরের উত্তর তেমুহনী প্রদক্ষিণ করে মাদাম এলাকায় গিয়ে শেষ হয়। এসময় ওই মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এদিকে, ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে নেতাকর্মীরা হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।

হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। দোকান-পাট, অফিস-আদালত, ব্যাংক-বীমা যথারীতি খোলা রয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে ও রাস্তায় পুলিশি টহল রয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে রোববার (১১ জানুয়ারি) সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফুল আলমের সমর্থকরা লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে তালা দেয়, সড়ক অবরোধ করে এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা সোমবার (১২ জানুয়ারি) সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।