ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শামসুজ্জামান দুদুর দশদিনের রিমান্ড চাইবে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
শামসুজ্জামান দুদুর দশদিনের রিমান্ড চাইবে পুলিশ শামসুজ্জামান দুদু

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিনের রিমান্ড চাইবে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে দুদুকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।

তাকে মিরপুর থানার একটি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
 
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

রাজধানীর মিরপুর থেকে রোববার (১১ জানুয়ারি) রাত ৯টায় দুদুকে আটক করে পুলিশ। তিনি মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।