ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মঞ্চে শেখ হাসিনা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মঞ্চে শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশস্থল থেকে: ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সমাবেশস্থলে পৌঁছান তিনি।



সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া মঞ্চে আরও উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম,  উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুর ২টা ৩৫ ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হিলালী কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশ।

ইতোমধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। প্রবেশের জন্য রমনা কালী মন্দির গেট প্রধানত খোলা। নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে উৎসবের আমেজে সমাবেশে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

** আ’লীগ কর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান আশরাফের
** খালেদা-তারেকের বিচার দাবি শেখ সেলিমের
** ফজলে নূর তাপসের মিছিলে ককটেল
** খালেদার গ্রেফতার দাবি করলেন ত্রাণমন্ত্রী
** খালেদাকে ভূতে আছর করেছে

** আ’লীগের সমাবেশস্থল থেকে অস্ত্র ও পেট্রোল বোমাসহ আটক ৩

** আ’লীগের সমাবেশ শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।