ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের মিছিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রূপগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে রূপগঞ্জে হরতাল সমর্থনে ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করেছেন। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘট‍ায়।



সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় সড়কে মিছিল করে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে ছাত্রদল নেতা সালাউদ্দিন দেওয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পুলিশ আসার আগেই সটকে পড়েন তারা।

মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা রাকিব হাসান, রফিক মিয়া, আলতাফ হোসেন, আরিফ মিয়া, নয়ন মিয়া, মোমেন মিয়া, মাসুম খান, উৎফল হোসেন, লিটন মিয়া, নাহিদ হাসান, রুবেল মিয়া, আশরাফুল হক, বাচ্চু মিয়া, আনোয়ার হোসেন, মামুন মিয়া, নাজমুল হাসান প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহাবুবের নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, একই সময় মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করায়।

রোববার বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সোমবার জেলাজুড়ে এ হরতালের ডাক দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।