ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদাকে ভূতে আছর করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
খালেদাকে ভূতে আছর করেছে সিদ্দিকী নাজমুল আলম

ঢাকা: ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জিন ও ভূতে আছর করেছে। ছাত্রলীগ জানে কীভাবে ভূতের আছর দূর করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।



সোমবার (১২ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় এ মন্তব্য করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

তারেকের বক্তব্য নিয়ে ছাত্রলীগের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে নাজমুল আলম বলেন, জাতীয় বেদায়দবরা জাতির জনককে নিয়ে কটূক্তি করেছে। তারা ও তাদের দল প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা তাদের কোথাও কোনো সভা-সমাবেশ করতে দেব না।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে, প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, মহিলা লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।

এর আগে বেলা ২টা ৩৫ মিনিটে ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আওয়ামী লীগের জনসভা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।