ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতার দাবি করলেন ত্রাণমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
খালেদার গ্রেফতার দাবি করলেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুযোগ ব্যবস্থাপনা মন্ত্রী  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সোমবার (১২ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।



মায়া বলেন, জনগণের বিরুদ্ধে ককটেল-পেট্রোল বোমা নিক্ষেপ করে এখন তিনি (খালেদা) মিথ্যাচার করে ইন্টারন্যাশনাল ‘টাউট’ হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত।

কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াতি ও অমিত শাহ’র টেলিফোন নিয়ে মিথ্যাচার প্রসঙ্গে এ দাবি জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।

অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, মহিলা লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশারফ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।

এর আগে বেলা ২টা ৩৫ মিনিটে ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।