ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লাকসামে জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
লাকসামে জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা: যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লার লাকসাম উপজেলায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে পুলিশ বাদী হয়ে লাকসাম থানায় মামলাটি দায়ের করে।



মামলার আসামিরা সবাই উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মী।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বাংলানিউজকে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার স্বার্থে আসামিদের পরিচয় জানানো যাবে না।

রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৭টায় কুমিল্লার লাকসাম উপজেলার বাইপাস এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাকে অগ্নিসংযোগ ও ৪টি বাস ভাঙচুর করে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।