ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে নেতার ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
গোপালগঞ্জে নেতার ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের অবরোধ শফিকুর হক সজীব

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা শফিকুর হক সজীবকে (২৮) কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা।
 
এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা।



এ সময় তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দেয়। পরে পুলিশ এসে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

আহত সজীব জানান, ভোরে অস্ত্রধারী ৬/৭ দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সজীবের মাকে মারধর শুরু করে। এ সময় সজীব চিৎকার দিলে তাকেও এলোপাথারি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গোপালগঞ্জ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।