ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফজলে নূর তাপসের মিছিলে ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ফজলে নূর তাপসের মিছিলে ককটেল

ঢাকা: আওয়ামী লীগের জনসভায় আসার পথে সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন মিছিল লক্ষ্য করে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আসার পথে আজিমপুরে এ ঘটনা ঘটে।



লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, মিছিলটিতে সংসদ সদস্য ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছেছেন।

এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হিলালীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আওয়ামী লীগের জনসভা শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতোমধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতা-কর্মী। সমাবেশে প্রবেশের জন্য রমনা কালী মন্দির গেট প্রধানত খোলা রাখা হয়েছে। নেতা-কর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে উৎসবের আমেজে সমাবেশে আসছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।