ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ’লীগ কর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান আশরাফের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
আ’লীগ কর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান আশরাফের সৈয়দ আশরাফুল ইসলাম

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি একটি অশুভ দল। যেকোনো সময় যেকোনো অঘটন ঘটাতে পারে।

আপনারা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকুন, সতর্ক থাকুন।

সোমবার (১২ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় এ আহ্বান জানান।

আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে উল্লেখ করে সে নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দল হয়ে থাকলে আপনারা আগামী নির্বাচনে অংশ নেবেন। তা নাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে, এর কোনো বিকল্প নেই।

জনসভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।