ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব গ্রেফতার বদরুজ্জামান সেলিম

সিলেট: নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দেওয়ার এক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর শেখঘাটে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।



সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট সিটি বিএনপির ই-মেইল থেকে তিনি সব মতপার্থক্য ভুলে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান।

একই সঙ্গে বিবৃতিতে তিনি সিলেট বিএনপির শীর্ষ নেতাদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশের তল্লাশি চালানোর তীব্র নিন্দা জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।