ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ীতে দুইটি ট্রাকে আগুন-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
পলাশবাড়ীতে দুইটি ট্রাকে আগুন-ভাঙচুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুইটি ট্রাকে ভাঙচুর ও আগুন দিয়েছে অবরোধকারীরা।

সোমাবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সবড়ী তলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সবড়ী তলা এলাকায় গাইবান্ধা থেকে বগুড়াগামী পিংকি পরিবহনের দু’টি ট্রাকের গতিরোধ করে অবরোধকারীরা। এসময় তারা একটি ট্রাক ভাঙচুর ও অপরটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, টহররত পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অবরোধকারীরা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।