ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রংপুরে বিএনপির মিছিল সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রংপুরে বিএনপির মিছিল সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: অবরোধ সমর্থনে রংপুর মহানগর ও জেলা বিএনপি নেতাকর্মীরা রংপুর- দিনাজপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সামসুর জামান সামু, জেলা বিএনপির সভাপতি এমদাদ ভরসা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুনর রশীদ, জেলা যুবদলের সহ-সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু প্রমুখ।



বক্তারা বলেন, অবৈধ সরকার গত কয়েকদিন ধরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে গুলশান অফিসে আটকে রেখে তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ দিয়ে তল্লাশি করা হচ্ছে।

তারা বলেন, অবরোধের কারণে সারাদেশ অচল হয়ে পরেছে। বিএনপি জানে কিভাবে ক্ষমতা থেকে টেনে নামাতে হয়।

বক্তারা বলেন, পুলিশ আর দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমিয়ে রাখতে পারবেন না। তারা অবিলম্বে খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময় ২০২৬ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।